শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর, বেতন বাড়ছে ১ জুলাই থেকে



নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দিয়েছে অর্থ মন্ত্রণালয়। মূল বেতনের ভিত্তিতে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগের অর্থ মন্ত্রণালয়। এসব সিদ্ধান্ত আগামী ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে,

  • গ্রেড-১ থেকে গ্রেড-৯ পর্যন্ত গ্রেডভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ১০% হারে বেতন বাড়বে।

  • গ্রেড-১০ থেকে গ্রেড-২০ পর্যন্তদের ১৫% হারে বেতন বাড়বে।

  • তবে ন্যূনতম সুবিধা ১৫০০ টাকা হবে।

একই সঙ্গে যৌথ বাহিনী ও জুডিশিয়াল সার্ভিসের বেতনভোগী ও পেনশনভোগীদের জন্যও বাড়তি সুবিধা ঘোষণা করা হয়েছে।

  • যৌথ বাহিনীর জেএসআই-১/২০১৬ অনুযায়ী, ওয়ারেন্ট অফিসার ও তদূর্ধ্ব পর্যায়ের সদস্যদের ১০% এবং সার্জেন্ট বা তদনিম্ন পর্যায়েরদের ১৫% হারে বেতন বাড়বে।

  • পেনশনভোগীদের ক্ষেত্রে যাদের মাসিক পেনশন ১৭,৩৮৯ টাকা বা তদূর্ধ্ব, তারা ১০% এবং যাদের পেনশন ১৭,৩৮৮ টাকা বা তার কম, তারা ১৫% বাড়তি পেনশন পাবেন।

  • সর্বনিম্ন এই সুবিধা ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের আওতায় বেতনভোগী ও পেনশনপ্রাপ্ত ব্যক্তিরাও মূল বেতনের ১০% হারে এই সুবিধা পাবেন।

এই সিদ্ধান্তে দেশের শিক্ষা ও সরকারি খাতে নিয়োজিত অনেক কর্মকর্তা-কর্মচারী স্বস্তি প্রকাশ করেছেন।


➲ শিক্ষানিউজ24 | পেইজটিতে Like ও Follow দিয়ে পাশে থাকুন

নিউজটি শেয়ার করুনঃ

0/মন্তব্য করুন ➲